২৪ মার্চ ২০২০, ২১:১৭

করোনা: উপকূলীয় ১৯ উপজেলায় কাজ করছে নৌবাহিনী

  © ফাইল ফটো

দেশে ক্রমশ ছড়িয়ে পরা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সমুদ্র ও উপকূলীয় ৬টি জেলার ১৯ উপজেলায় কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে উপকূলীয় এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্ব পালন করছে নৌবাহিনীর সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালপুরা, তজুমুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, মংলা, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী উপজেলার নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে কাজ করছে।