করোনায় স্থগিত সীমান্ত হত্যার অবস্থান

  © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে সীমান্ত হত্যার বিচার চেয়ে পালন করা অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন নাসীর আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৫৫ দিন ধরে সীমান্তে হত্যার বিচার ও সীমান্ত সমস্যার সমাধানের দাবীতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। ইতোমধ্যে বাংলাদেশ করোনা ভাইরাসের দুর্যোগে পড়েছে। সমগ্র দেশের মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে আমি ‘সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে অবস্থান’ কর্মসূচীটি স্থগিত ঘোষণা করছি।

তিনি আরও জানান, ক্যাম্পাসের বর্তমান অবস্থা ও জনকল্যাণের বিষয়টি চিন্তা করে আমি রাজু ভাস্কর্য ত্যাগ করছি। রাজু ভাস্কর্যের অবস্থান কর্মসূচি স্থগিত করলেও সীমান্ত হত্যার বিরুদ্ধে আমার ‘অবস্থান’ অব্যাহত থাকবে। সীমান্ত সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত আমার ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে।

প্রসঙ্গত, সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ২৫ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন নাসীর আব্দুল্লাহ।


সর্বশেষ সংবাদ