নিরাপদ সড়কে দরকার স্কুল-কলেজ ইলিয়াস কাঞ্চন

  © সংগৃহীত

দেশে সড়ক দুর্ঘটনা কীভাবে আরও কমিয়ে আনা যায় সে বিষয়ে নিশ্চিত করতে স্কুল ও কলেজ পর্যায়ে কাউন্সেলিং দরকার বলে মনে করেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার দুপুরে বগুড়ায় স্থানীয় একটি হোটেলে আন্দোলনের জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় ইলিয়াস কাঞ্চন বলেন, প্রতিদিন সড়কে মৃত্যু বাড়ছে। প্রায় ৮০ ভাগ মানুষ সড়কের নিয়ম মানতে চায় না। এ কারণে স্কুল-কলেজ পর্যায়ে সড়কের নিয়ম বিষয়ে কাউন্সিলিং করতে হবে। আমরা কারো শত্রু না। দেশের কল্যাণের স্বার্থেই কাজ করছি। প্রতিদিন সড়কে যেভাবে মানুষ মারা যাচ্ছে এটা রোধ করতে না পারলে আমাদের সমস্ত কিছুই নিম্নমুখী হবে। তিনি এর আগে তরুণদের উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের বগুড়া শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ, বগুড়া জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ