শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ রাখার দাবি নিক্সন চৌধুরীর

এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন
এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন  © ফাইল ফটো

ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলার পরিবেশ রাখতে হবে। খেলাধুলা মানসিক বিকাশ ঘটায় এবং শরীর স্বাস্থ্য ভাল রাখে। শনিবার সকালে ফরিদপুরে দুটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেই আধুনিক করে তুলছেন। ফরিদপুর-৪ আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আজ আধুনিক ভবনসহ বিজ্ঞানসম্মতভাবে লেখাপড়ার পরিবেশ তৈরি হয়েছে।

শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমে নব নির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন করেন নিক্সন চৌধুরী।

পার্শ্ববর্তী সদরদী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে নিক্সন চৌধুরী বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পরই সদরদী স্কুলটিকে আধুনিকভাবে সাজানো হয়েছে। উন্নয়ন দিয়ে স্কুলের মাঠ, নতুন ভবন, স্কুলের বাউন্ডারিসহ মাটি ভরাটের কাজ সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন আগামীতে আরও উন্নয়ন পাবেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাফিনুর রহমান শাহিন,সদরদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফরমুন্সি ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ