মোদি ইস্যু: প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে চে জুনিয়র! (ভিডিও)

  © টিডিসি ফটো

ভারতে মুসলিম হত্যা, মসজিদ ভাঙচুর, সীমান্ত হত্যা এবং মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর অফিস অভিমুখে পদযাত্রা করবে দুই শিশু।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ভারতে চলমান সহিংসতার এমন অভিনব প্রতিবাদ জানায় তারা।

ওই দুই শিশুর একজনের নাম চে জুনিয়র। নিজেকে চে জুনিয়র দাবি করা আট বছর বয়সী ওই শিশু রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। জানতে চাইলে তারা জানায়, ভারতে যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে তার প্রতিবাদ জানাতেই আমরা এখানে এসেছি। এমন নৃশংসতার জন্য দায়ী মোদি মুজিববর্ষে বাংলাদেশে আসুক এটা চাই না। সেজন্য দাঁড়িয়েছি।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয় সংঘাত । এই ঘটনায় দিল্লিতে মারা গেছেন কমপক্ষে ৩৯ জন, আহত হয়েছেন দু'শতাধিক মানুষ। এছাড়া গ্রেফতার হয়েছেন প্রায় ৪শ জন।

 


সর্বশেষ সংবাদ