হাতিরঝিলে ৬ষ্ঠ বারের মতো হাফ ম্যারাথন

  © ফাইল ফটো

‘সুস্থ্য দেহ ও মনের প্রত্যাশা’ নিয়ে স্পোর্টস ইন্টারন্যাশনাল ৬ষ্ঠ বারের মত আয়োজন করেছে ঢাকা হাফ ম্যারাথন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।

রাজধানীর হাতিরঝিল থেকে শুরু করে সাতরাস্তা বিজয় সরণি হয়ে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত পথ পারি দেয় দৌড়বিদরা। এবারের ম্যারাথনে ১৮টি দেশের ৪৮ জন দৌড়বিদ অংশ নেন। ছিল প্রায় চার শতাধিক নারী স্প্রিন্টারও।

প্রতিযোগিতায় অংশ নেয়া দৌড়বিদরা জানান, এমন আয়োজন দেশের মানুষকে স্বাস্থ্যকর জীবন যাপনে উদ্বুদ্ধ করবে। সমাজের মধ্যে মেয়েদের নিয়ে যে ট্যাবু আছে সেটিও দূর করতে সাহায্য করবে এই আয়োজন।

ম্যারাথন প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে ৩ জন করে মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়।


সর্বশেষ সংবাদ