এবার হজের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৩ লাখ ১৭ হাজার টাকা

  © সংগৃহীত

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ ও ইকোনমি নামে আলাদা দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি এসোসিয়েশন-হাব। সাধারণ প্যাকেজর আওতায় মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৮শ’ টাকা। আর ইকোনোমি প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৩ লাখ ১৭ হাজার টাকা।

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) দুপু‌রে রাজধানীর হো‌টেল ভিক্ট‌রি‌তে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেলনে হজ প‌্যা‌কেজ দু‌টি ঘোষণা ক‌রেন সংগঠন‌টির সভাপ‌তি এম শাহাদাত হোসাইন তস‌লিম। তি‌নি ব‌লেন, ‘হজযাত্রীদের‌কে হজ প‌্যা‌কে‌জের টাকা আগামী ৩০ মা‌র্চের ম‌ধ্যে এজেন্সিকে প‌রি‌শোধ কর‌তে হ‌বে।’

তিনি আরও বলেন, কোনো এজেন্সি নির্ধারিত মূল্যের কমে টাকা নিতে পারবে না বলেও জানান তিনি। হজ যাত্রীদের ১০ হাজার টাকা বাড়তি বিমান ভাড়া নিয়ে অসন্তোষ জানান হাব সভাপতি। তিনি জানান, প্যাকেজের বাইরে কোরবানীর জন্য প্রতি হজ যাত্রীর ৫২৫ রিয়েল নিয়ে যেতে হবে।

এ সময় হাব মহাস‌চিব ফারুক আহমদ সরদার, সহ-সভাপ‌তি ইয়াকুব শরাফ‌তি, যুগ্ম মহাস‌চিব মাওলানা ফজলুর রহমান উপ‌স্থিত ছি‌লেন।


সর্বশেষ সংবাদ