মানব সভ্যতা ঝুঁকির মুখে: মোহাম্মাদ মুনীর চৌধুরী

  © টিডিসি ফটো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন,“ মানুষের অতি যান্ত্রিকতা নির্ভর জীবন এবং অতিভোগবাদীতার কারণে কার্বণ নিঃসরণ বাড়ছে। ওজোন স্তর হুমকীর সম্মুখীন হওয়াতে মানব সভ্যতা ঝুঁকির মুখে। তাই জীবনকে ভোগবাদীতার মোহ থেকে মুক্ত করে পরিমিত ও প্রাকৃতিক জীবনে ফিরে যেতে হবে। আমাদের মনমানসিকতায় সবুজ, চিন্তা-চেতনায় সবুজ এবং প্রযুক্তির সঙ্গে সবুজকে অন্তর্ভুক্ত করতে হবে”।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে “কার্বণ কমাও: জীবন বাঁচাও” শীর্ষক এক জলবায়ু সম্মেলন এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে শহীদ আনোয়ার গার্লস স্কুল এন্ড কলেজের সাড়ে ৩শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে রেজওয়ানা হাসান, জাহিন বিনতে আলম এবং নাফিসা বিনতে শাহবুদ্দীন জলবায়ু রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তৃতা প্রদান করে।এছাড়া শহীদ আনোয়ার গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক আফরোজা ফেরদৌস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।


সর্বশেষ সংবাদ