এসএসসি পর্যন্ত পাঠক্রমে বিভাজন না রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

  © ফাইল ফটো

এসএসসি পর্যন্ত পাঠক্রমে কোনো বিভাজন না রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পাঠক্রমে এসএসসি পর্যন্ত কোনো বিভাজনের দরকার নেই। এসময় নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞানকে বাধ্যতামূলক করার ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ৩৬ বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক বিতরণ করেন তিনি।

ইউজিসির চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালসমূহের কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ প্রদানের জন্য ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে।


সর্বশেষ সংবাদ