এমপিপুত্রকে অভ্যর্থনা জানাতে রোদে পুড়ল ৭০০ শিক্ষার্থী

  © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে স্থানীয় এমপিপুত্র রায়হান সাকিবকে অভ্যর্থনা জানাতে আড়াই ঘণ্টা ধরে প্রায় ৭০০ শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এসময় বন্ধ রাখা হয় স্কুলের পাঠদান কার্যক্রমও। গতকাল বৃহস্পতিবার উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া কলেজিয়েট স্কুলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও ওই কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামের উদ্যোগে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ছিল গতকাল। ধুলিয়া কলেজিয়েট স্কুল মাঠে গতকাল সকালে ওই আয়োজন করা হয়। ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আ স ম ফিরোজের ছেলে রায়হান সাকিবকে আমন্ত্রণ জানানো হয়।

তাঁকে অভ্যর্থনা জানাতে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্কুলের সব শিক্ষার্থীকে রাস্তায় রোদে দাঁড় করিয়ে রাখা হয়। সে দিন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখা হয়।

নাম গোপন রাখার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, ‘কলেজের অধ্যক্ষ এসব করেছে।’ এ ছাড়া তিন শিক্ষার্থী বলে, ‘আমরা রাস্তায় না দাঁড়ালে নাকি স্যারদের চাকরি নিয়ে সমস্যা হবে। এ জন্য রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়েছি।’

এ বিষয়ে রায়হান সাকিব বলেন, ‘রাস্তায় কাউকে দাঁড় করিয়ে রাখা হয়নি। তবে ছুটির পর শিক্ষার্থীরা খেলা দেখেছে।’


সর্বশেষ সংবাদ