কচুরিপানা থেকেও একদিন খাবার হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি  © ফাইল ফটো

কচুরিপানা থেকেও খাবার আবিষ্কৃত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, প্রতিদিন নতুন নতুন চিন্তা, উদ্ভাবন আসছে। আগে মাশরুম দেখলে বলা হতো ব্যাঙের ছাতা, হারাম খাবার। হয়তো এমন দিন আসবে, কচুরিপানা থেকেও খাবার আবিষ্কৃত হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে কোম্পানি (সংশোধন) বিল-২০২০ পাসের আলোচনায় জাতীয় পার্টির এক সাংসদের বক্তব্যের প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ৪০-৫০ বছর আগে ঢাকায় কেউ কচুরলতি খেত না; কিন্তু এখন কচুরলতি একটা খুব সুস্বাদু এবং প্রয়োজনীয় তরকারি হিসেবে চালু হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, পাটের পাতা থেকে চায়ের মতো একধরনের পানীয় তৈরি হয়েছে। এ কথা আগে বললে হয়তো বলা হতো, এটা আবার কেমন কথা।


সর্বশেষ সংবাদ