গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৮ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড সাহেবপাড়া এলাকার একটি পাঁচতলা বাড়ির নিচতলার বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), মো. হিরন মিয়া (২৫), কাওছার (১৬), মুক্তা (২০), লিমা (৩), নুরজাহান (৬০) ও আপন (১০)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাড়িটির নিচতলায় ভাড়া থাকে পরিবারটি। বাসার লাইনের গ্যাসে বেশি চাপ না থাকায় বাসায় গ্যাস সিলিন্ডারও ব্যবহার করত তারা। রাতে রান্নার পর গ্যাসের চুলার সুইচ বন্ধ না করেই ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় উঠে ম্যাচ জ্বালাতেই জমে থাকা গ্যাসের কারণে বিকট বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হয়।

পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নারী-শিশুসহ দগ্ধ আটজনকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।


সর্বশেষ সংবাদ