ভারতীয় হাইকমিশনের সামনের সড়ক ফেলানীর নামে করার দাবি নুরের

  © সংগৃহীত

রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হইকমিশনের সামনের সড়কের নাম ফেলানীর নামে করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নুরুল হক নুর। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের স্মরণ এবং সীমান্ত হত্যা বন্ধের জন্য ২২ দিন ধরে অবস্থানরত ঢাবি শিক্ষার্থী নাসির আব্দুল্লাহর সঙ্গে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সংহতি জানিয়ে ভিপি নুর বলেন, বিএসএফ’র হাতে নিহত ফেলানীর স্মরণে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সামনের সড়কের নাম ফেলানী সড়ক হিসেবে ঘোষণা করতে হবে।

প্রসঙ্গত, সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে গত ২৫ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুস্মৃতি ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচী পালন করছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাসির আব্দুল্লাহ।


সর্বশেষ সংবাদ