আ.লীগ প্রার্থীকে সাহানার টেক্কা: নেচে-গেয়ে জয়োৎসব

  © টিডিসি ফটো

আওয়ামী লীগ প্রার্থীকে টেক্কা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী সাহানা। এত অল্প বয়সে ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারিয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন।

এমন জয়ে সাহানাকে নিয়ে র জয়োৎসবে মেতেছিল গেণ্ডারিয়া এলাকার সাধারণ মানুষেরা। নেচে-গেয়ে একে অন্যকে রঙ মাখিয়ে তারা জয়ের উৎসবে মেতে ওঠেন। এসময় নব নির্বাচিত কাউন্সিলর সাহানাও তাদের সাথে যোগ দেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সাহানার জয়োৎসবের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়। ভিডিওতে দেখা গেছে সাহানা সবার সাথে নাচে মেতে উঠেছেন। এলাকার সাধারণ মানুষ দাঁড়িয়ে তাদের জয়োৎসব উপভোগ করছেন। এসময় অনেকেই সাহানার সাথে নাচে মেতে ওঠেন।

এবারের সিটি কর্পোরেশন নির্বচানে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন সাহানা। রেডিও প্রতীকে ৩ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির আহম্মদ ভুইয়া (টিফিন ক্যারিয়ার মার্কা) পেয়েছিলেন ২ হাজার ২৫০ ভোট।

নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে সাহানা বলেন, আমি আত্মবিশ্বাসী ছিলাম পাশ করবো। যার কাছেই গিয়েছি তিনি আমাকে ভোট দেয়ার কথা বলেছিলেন। এর পরও ভয় ছিল। শেষ পর্যন্ত এলাকাবাসী আমাকে ভোট দিয়ে পাশ করানোতে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা যেমন আমাকে জয়ী করেছেন তেমনি আমিও তাদের জন্য কাজ করে যাবো। প্রথমেই আমার কাজ হবে এলাকাকে মাদকমুক্ত করা। এলাকার মুরব্বিদের নিয়ে এ কাজে হাত দেবো আমি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন।


সর্বশেষ সংবাদ