জ্বর-কাশি নিয়ে ঢাকার হাসপাতালে চীনা রোগী, হুলুস্থুল

রাজধানীর একটি হাসপাতালে জ্বর-কাশি নিয়ে এক চীনা নাগরিক ভর্তি হয়েছেন। সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাকে সম্ভাব্য করোনা ভাইরাসে আক্রান্ত বলে বিবেচনা করা হয়েছে। শুধু তাই নয়, এজন্য তাকে বিশেষ একটি কক্ষেও রাখা হয়েছে। তবে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এখনও সম্পন্ন হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়টি অবহিত করেছে। কিন্তু চীনা নাগরিক যে হাসপাতালে ভর্তি হয়েছে, সেটির নাম প্রকাশ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালে একজন চিকিৎসক জানান, চীনা নাগরিকের সঙ্গে কথা বলে জেনেছেন- গত সপ্তাহে তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। গত রোববার তার জ্বর অনুভূত হয়। এই জ্বরের পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট হতে শুরু করে। এ অবস্থায় সোমবার বেলা আড়াইটার দিকে ওই চীনা নাগরিক হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। স্বাস্থ্য পরীক্ষায় তার জ্বর, কাশি ও শ্বাসকষ্টের বিষয়টি সনাক্ত হয়। এরপর ঘটনাটি স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী তাকে বাতাসে ঋণাত্মক চাপ আছে- এমন একটি কক্ষে রাখা হয়েছে। ওই কক্ষ থেকে বাতাস বাইরে যেতে পারে না।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, বিষয়টি হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে। তবে ওই ব্যক্তির লালার নমুনা এখনও সংগ্রহ করা হয়নি। আইইডিসিআরের টিম ঘটনাস্থলে গিয়ে তার লালার নমুনা সংগ্রহ করবে। লালার নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর ওই ব্যক্তি কোন রোগে আক্রান্ত তা জানা যাবে।


সর্বশেষ সংবাদ