শিক্ষাখাতে সরকারের সফলতা বিশ্বে প্রশংসিত: উপমন্ত্রী শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম  © ফাইল ফটো

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, শিক্ষাখাতে বর্তমান সরকারের সফলতা বিশ্বে প্রশংসিত। বছরের প্রথম দিনে বই দিয়ে শিক্ষায় জাতীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার একমাত্র সরকারি বিদ্যাপিঠ নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয় এর শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক (অব.) মো. সিরাজ মান্নান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক সমভাপতি ইস্কান্দার আলী মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ, প্রফেসর মোশাররফ আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।

এছাড়া পুনর্মিলনীতে বিদ্যালয়ের ১ হাজার ৪০৫ জন প্রাক্তন ছাত্র এবং ৫৭১জন প্রাক্তন ছাত্রী অংশ নেন তাদের পরিবার নিয়ে। উৎসব মূখর পরিবেশে প্রায় ৫ হাজার মানুষের পদচারণায় মূখরিত থাকে বিদ্যালয়টির মাঠ চত্ত্বর।


সর্বশেষ সংবাদ