স্বামী-স্ত্রী উভয়ই অধ্যাপক, বিবাহবার্ষিকী উদযাপন করলেন শীতার্তদের নিয়ে

  © সংগৃহীত

ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন কুষ্টিয়ার অধ্যাপক দম্পতি। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুসতানজীদ লোটাস এবং তার সহধর্মিণী অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ তাদের ৩৩তম বিবাহবার্ষিকী পালন করেছেন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে।

বিবাহ বার্ষিকী উপলক্ষে জেলার ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তারা। কম্বল পেয়ে যেমন খুশি ছিলেন অসহায় মানুষগুলো তেমনি গরীবদের মাঝে বিবাহবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি ওই দম্পতি।

মঙ্গলবার সকালে উপজেলার গোলাপনগরে নিজ বাড়িতে মোকারিমপুর ও বাহাদুরপুরের মানুষের মধ্যে কম্বল বিতরণ শুরু করেন তারা। এরপর ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন, জুনিয়াদহ ইউনিয়ন এবং শেষে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ডা. এসএম মুসতানজীদ লোটাস ও ডা. ফাতেমা আশরাফ।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান, মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, বাহাদুরপুর আওয়ামী লীগের সভাপতি শামিম হোসেন, বাহাদুরপুর আওয়ামী লীগের নেতা বাবুল ডাক্তার, জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেনসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ