ভোটার তালিকা হালনাগাদ হবে ১ মার্চ পর্যন্ত, বিল অনুমোদন

  © ফাইল ফটো

প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সর্বশেষ সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ১ মার্চ নির্ধারণ করে মন্ত্রিসভা আজ বুধবার ভোটার তালিকা (সংশোধন) বিল ২০১৯ এর খসড়া অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের জানান, প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে মাত্র ২৯ দিনে সব ভোটার তালিকা হালনাগাদ করা কঠিন। তাই সময়সীমা ১ মার্চ পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে বিদ্যমান ভোটার তালিকা আইন ২০০৯-এ সংশোধন আনা হচ্ছে।

ভোটার তালিকা আইন ২০০৯ এর ১১ ধারা অনুযায়ী প্রতি বছর ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে সব ভোটার তালিকা হালনাগাদ করার বিধান রয়েছে।

সচিব আরও জানান, প্রতি বছর ১ মার্চের পরিবর্তে ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, জাতীয় ভোটার দিবসের সাথে সঙ্গতি রেখে কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমার মেয়াদ বাড়িয়ে ২ থেকে ৩১ জানুয়ারির পরিবর্তে ২ জানুয়ারি থেকে ১ মার্চ করা হয়েছে খসড়া ভোটার তালিকা (সংশোধন) বিলে।


সর্বশেষ সংবাদ