মার্চে বাজারে আসছে ২০০ টাকার নোট

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক  © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরের মার্চে বাজারে আসছে ২০০ টাকার নোট। ২০০ টাকার নোট বাজারে ছাড়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, প্রথম বছরে স্মারক ও প্রচলিত- দুই ধরনের ২০০ টাকার নোট বাজারে ছাড়া হবে। দ্বিতীয় বছর থেকে বাজারে স্মারক নোট থাকবে না, নিয়মিত নোট থাকবে। নিয়মিত নোটেই শুধু লেনদেন করা যায়।

প্রসঙ্গত, বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় করে রাখতে এর আগে ৬ ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে ২০০ টাকার নোট। এ ছাড়া এই পর্যন্ত স্মারক মুদ্রা তৈরি করেছে ১২ ধরনের। অন্যদিকে লেনদেনের জন্য এখন পর্যন্ত বিভিন্ন মানের ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের মুদ্রা বাজারে আছে।


সর্বশেষ সংবাদ