শুধু দোয়া করি— তিনি যেন বাংলাদেশের মুক্তি দেখে যেতে পারেন

আসিফ নজরুল ও বেগম খালেদা জিয়া
আসিফ নজরুল ও বেগম খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ১০টা ৮ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে খালেদা জিয়া মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ওপর এবং তার জামিন আবেদনের ওপর শুনানি হয়। 

এর আগে গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার জামিনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও সেদিন তার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন চায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৫ ডিসেম্বরের মধ্যে তা আদালতে আসার কথা ছিল।

খালেদা জিয়ার জামিন না হওয়ার এ বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘‘অনেকে জানতে চেয়েছেন বেগম খালেদা জিয়া জামিন না পাওয়ায় আমার প্রতিক্রিয়া কী? আমার কোন ভিন্ন প্রতিক্রিয়া নেই। আপনাদের অনেকের মতো আমিও মর্মাহত। আমি মনে করি মানবিক কারণে উনাকে জামিন দেয়া যেত।

তবে আমি হতাশ নই। যে অবিচলিত সাহস, দৃঢ়তা আর আত্নত্যাগের নজীর উনি রেখে যাচ্ছেন, সেটা অনেক বড় কিছু। সেটাই নেতৃত্ব। মুক্ত বহু মানুষের বড়বড় কথার চেয়ে তা অনেক শক্তিশালী।অবশ্যই একদিন তা প্রমাণিত হবে।
শুধু দোয়া করি, তিনি যেন ভালো থাকেন, বাংলাদেশের মুক্তি তিনি যেন দেখে যেতে পারেন।’’


সর্বশেষ সংবাদ