সন্তানদের মইয়ে বসিয়ে হালচাষ দরিদ্র কৃষকের

হালচাষের জন্য দরিদ্র কৃষকের কোনো বলদ বা ট্রাক্টর না থাকায় নিজের সন্তানদের মইয়ের উপর বসিয়ে হালচাষ করছেন কৃষক আছকির মিয়া। যে বয়সে স্কুলে গিয়ে লেখাপড়ায় মনোযোগী হওয়ার কথা, সেই মনোযোগ দরিদ্র কৃষক বাবার চাষাবাদের কাজে।

গত বুধবার (২০ নভেম্বর) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে এমন দৃশ্য দেখা যায়। দুই সন্তান মইয়ের উপর বসে আছে আর বাবা সন্তানসহ মই টেনে জমিতে হাল চাষ করছেন।

দরিদ্র কৃষক জানান, জমিতে আলু বীজ রোপণ করার পূর্বে হাল চাষ দিতে গিয়ে গরু না থাকায় নিজেই সন্তানদের নিয়ে চাষে নামেন। এখানে ট্রাক্টরও পাওয়া যায় না। তাই তিনি নিরুপায় হয়ে শিশুদের নিয়ে মাঠে নামেন।

তিনি আরো জানান, হালচাষের জন্য এখন আর কেউ গরু ব্যবহার করে না। অথচ একসময় কৃষকদের গোয়ালভরা গরু থাকত। আবার সকল কৃষকের ট্রাক্টর নেই। মৌসুম আসলে ট্রাক্টর সহজে ভাড়ায়ও পাওয়া যায় না। তাই নিজেই কষ্টে করে জমিতে হাল চাষ করেন।