ডিজিটাল ওয়েজেস সামিট ২০১৯

কর্মীদের ডিজিটাল পদ্ধতিতে বেতন-ভাতা দেয়ার আহবান

ডিজিটাল ওয়েজেস সামিট ২০১৯
ডিজিটাল ওয়েজেস সামিট ২০১৯  © টিডিসি ফটো

কর্মীদের ডিজিটাল পদ্ধতিতে বেতন-ভাতা দেয়ার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ বুধবার (২০ নভেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে আয়োজিত ‘ডিজিটাল ওয়েজেস সামিট’ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কর্মীদের বেতন ডিজিটাল পদ্ধতিতে দেয়া হলে তাদের জীবন মানের উন্নয়ন হবে। বিশেষ করে গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকরা বেশি উপকৃত হবেন। ক্যাশ ব্যাক, রিওয়ার্ড পয়েন্টসহ নানা ধরনের প্রণোদনা পাবেন বেতনভোগীরা।

তিনি আরও বলেন, আমরা রেডিমেড গার্মেন্টসগুলোকে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ডিজিটাল পদ্ধতিতে বেতন-ভাতা পরিশোধ কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালে সরকার গঠন করার পর ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন। সেটি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ডিজিটালকরণ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

ডিজিটাল ওয়জেস সামিটে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, বিজিএমই এর সভাপতি ড. রুবানা হক, ইউএনডিপি বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স এর ম্যানেজিং ডিরেক্টর ড. রুথ গুডউইন।

ইউএনডিপি বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স ও সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম যৌথভাবে ‘ডিজিটাল ওয়েজেস সামিট ২০১৯’- আয়োজন করে।


সর্বশেষ সংবাদ