সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬০ বছর

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬০ বছর থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।

আজ রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এর পূর্ণাঙ্গ  রায় প্রকাশ করা হয়েছে। রায়টি লিখেছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এতে বেঞ্চের অপর সদস্যরা একমত পোষণ করেছে।

রায়ে আপিল বিভাগ বলেন, মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬১ করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা তাদের ক্ষমতার বাইরে গিয়ে করেছেন।

আপিল বিভাগ পর্যবেক্ষণে আরও বলেন, কোনো রিট মামলায় হাইকোর্ট কোনও আইন সংশোধন বা পরিবর্তন করার কথা বলতে পারে না।


সর্বশেষ সংবাদ