পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন, কাড়াকাড়ি (ভিডিও)

  © সংগৃহীত

বাজারে পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। এ অবস্থায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে জনসাধারণের মধ্যে কাড়াকাড়ির চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে টিসিবির ভ্রাম্যমাণ পিয়াজ বিক্রয়কেন্দ্রে কাড়াকাড়ির এমন ঘটনা ঘটে।

সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে টিসিবির ট্রাক ঘিরে দেখা গেছে দীর্ঘ লাইন। এসব ট্রাকে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল বিক্রি হলেও বেশি চাহিদা ছিল পিয়াজের। এখানে পিয়াজের মূল্য কেজি প্রতি ৪৫ টাকা।

এদিকে, আজ রাজধানীতে খুচরা পর্যায়ে পিয়াজের মূল্য কেজি প্রতি ১৯০ থেকে ২০০ টাকা। তাই আজ টিসিবির এই বিক্রয়কেন্দ্রে খুব চাপ পোহাতে হয়েছে বিক্রেতাদের।

অন্যদিকে, তুলনামূলক অনেক সস্তায় পিয়াজ কেনার জন্য ছিল দীর্ঘ লাইন। একটা পর্যায়ে ট্রাকে রক্ষিত পিয়াজ যখন শেষ হয়ে আসছিল, তখন অনেককে উচ্চবাচ্য ও লাইনে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কিও করতে দেখা গেছে। দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত টিসিবির এই ভ্রাম্যমাণ ট্রাকের পিয়াজ বিক্রি পুরোপুরি শেষ হয়ে যায়।


সর্বশেষ সংবাদ