‘কৃষকদের জন্য কৃষি-বীমা চালু করবে সরকার’

  © কৃষি বাতায়ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় হাওড় অঞ্চলের কৃষকদের জন্য কৃষি-বীমা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষায় বীমা সুবিধা নিশ্চিত করার ওপরও তাগিদ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ক্ষুদ্র বীমা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে পড়তে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক একটি সমীকরণ অনুযায়ী প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। বিপর্যয়ের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের বিমা ব্যবস্থার প্রয়োগ এখনো কিন্তু তেমন নেই। আমাদের যারা কম আয়ের মানুষ, এবং ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করে তাদের ক্ষতি কিভাবে মেটানো যায় এবং তাদের জীবনে কিভাবে নিরাপদ করা যায়, সে জন্য তাদের জন্য বিশেষ বিমা স্কিম ব্যবস্থা করে দিলে তারা নিরাপদ থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, এই ধরণের বিমার ব্যবস্থা যদি নেয়া হয় তাহলে সেটা নতুন একটি পদক্ষেপ হবে।


সর্বশেষ সংবাদ