ভোলায় সংঘর্ষ: নিহতদের পরিবারকে ৫ লাখ করে দিলেন তোফায়েল

  © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুক হ্যাকিং ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ জনের পরিবারকে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল ওই টাকা পরিবারের সদস্যদের কাছে তুলে দেন। টাকা প্রদানকালে এমপি মুকুল পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে আবেগতাড়িত হন।

তোফায়েল আহমেদ বলেন, যারা মারা গেছেন, তাদের ফেরত দেয়ার সামর্থ্য আমাদের নেই। আমাদের অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ পাশে আছেন। আমরা আজীবন আপনাদের পাশে থাকব। এ সময় নিহত প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়া হয়।

প্রসঙ্গত গত রোববার বোরহানউদ্দিনের ঈদগাহ মাঠে পুলিশের সঙ্গে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন- উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাহীন, একই উপজেলার মাহাবুব ও ৩নং পৌর ওয়ার্ডের মাফুজ পাটোয়ারী। এছাড়া মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের হারুন মিস্ত্রীর ছেলে মিজানুর রহমান। এদের পিতা ও স্বজনদের কাছে ওই টাকা প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ