ছাত্রীদের বাধ্যতামূলক বোরকা নিয়ে পাকিস্তানে বিতর্ক

  © সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুটি শহরে স্কুলছাত্রীদের বোরকা পরা বাধ্যতামূলক ঘোষণা করেছিল প্রদেশটির কর্তৃপক্ষ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হওয়ায় মাত্র একদিন পরই প্রত্যাহার করতে হয়েছে সিদ্ধান্ত৷

দেশটির উত্তর-পশ্চিমের দুই বড় শহর খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার এবং হরিপুরের সব স্কুলে এ পোশাক বাধ্যতামূলক করা হয়৷ ‘অনৈতিক দুর্ঘটনা' এড়ানোকে দেখানো হয় কারণ হিসেবে৷

সোমবার জারি করা এ নির্দেশে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া৷ পুরুষতান্ত্রিক সমাজে নারী অধিকার আরো সংকুচিত করার পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে সমালোচনায় মুখর হন নারীবাদিরা৷

প্রদেশের শিক্ষামন্ত্রী জিয়াউল্লাহ বাংগাশ জানানা, যৌন হয়রানি থেকে ‘নারীদের রক্ষা' এবং তাদের যাতে ‘ভালো দেখা যায়' সে কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা চাই যাতে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে এবং অভিভাবকরাও নিশ্চিন্ত থাকেন৷'' অবশ্য মঙ্গলবারই এ সিদ্ধান্ত থেকে সরে আসে প্রাদেশিক সরকার৷

মানবাধিকার কর্মী, সুশীল সমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই সিদ্ধান্তের সঙ্গে তালিবান শাসনের তুলনা করেছেন৷ প্রদেশটি আফগানিস্তান সীমান্তে অবস্থিত৷ বেশ কয়েক বছর প্রদেশটির নিয়ন্ত্রণে ছিল পাকিস্তান তালিবান৷ সে সময় মেয়েদের অনেক স্কুল বোমা মেরে ধ্বংসও করেছিল তারা৷

শান্তিতে নোবেলজয়ী স্কুলছাত্রী মালালা ইউসুফজায়িকে এই প্রদেশেই গুলি চালিয়ে আহত করে তালিবান জঙ্গিরা৷ এখন অবশ্য প্রধানমন্ত্রী ইমরান খানের দলই রয়েছে প্রদেশটির শাসনে৷

মানবাধিকার কর্মী তৈমুর কামাল এমন নির্দেশ প্রত্যাহারে সন্তোষ জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এমন নির্যাতনমূলক সিদ্ধান্ত প্রত্যাহারে আমি খুশি হয়েছি৷ শিশুদের জোর করে হিজাব পরালো হলে সেটা খুব ভয়ানক হতো৷'' নারী অধিকারকর্মী তাহিরা আবদুল্লাহ বলেন, ‘‘এর ফলে পাকিস্তানের ভাবমূর্তি মোটেও উজ্জ্বল হলো না৷ বাকি বিশ্ব যখন শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় দ্রুত এগিয়ে চলেছে, পাকিস্তান চলছে উল্টো পথে৷''

তবে সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও এ নিয়ে বিতর্ক এখনই থামছে না৷ প্রাদেশিক সরকারের আইনপ্রণেতা সিরাজউদ্দিন খান জানিয়েছেন, তার দল জামায়াত-ই-ইসলামি সিদ্ধান্ত প্রত্যাহারের বিরুদ্ধে আন্দোলন করবে এবং ‘পুরো প্রদেশ জুড়ে এই নির্দেশ চালু করার জন্য সরকারকে বাধ্য করবে৷'

পাকিস্তানে এমন বিতর্ক নতুন নয়৷ কদিন আগেই দেশটির নৌবাহিনী পরিচালিত এক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ও ক্লাসরুমে ছেলে ও মেয়েদের আলাদা বসার ও চলাফেরার নির্দেশ জারি করা হয়৷ এ নিয়েও চলছে ব্যাপক সমালোচনা৷

সূত্র: ডয়েচে ভেলে


সর্বশেষ সংবাদ