প্রতিবছর ১৫ আগস্ট আমি রোজা রাখি: রনি

রাত পোহালেই পনেরো আগস্ট। দিনটি এখন আমাদের জাতীয় শোক দিবস। বহু দিন ধরে আমি এই দিনে রোজা রাখি এবং সাধ্যমতো বঙ্গবন্ধুর জন্য দোআ করি। আগামীকালও ইনশাল্লাহ রোজা রাখবো।

নিয়তি আমাকে আওয়ামী লীগ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়াছে। যেখানে পুনরায় ফিরে যাওয়ার কথা কল্পনাও করি না। কিন্তু বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি আমার কৃতজ্ঞতা আমরণ থেকে যাবে। কারণ ওই তিনটি সত্ত্বা না হলে একজন গোলাম মাওলা রনির রাজনৈতিক পরিচয় এমন পর্যায়ে যেত না যার কারণে বিএনপির মতো জনপ্রিয় এবং বৃহত্তম একটি রাজনৈতিক দল স্বপ্রণোদিত হয়ে দলীয় মনোনয়ন প্রদান করতো।

জাতীয় শোক দিবসে আমার একটাই প্রার্থনা- বাংলাদেশে যেন আর কোনো দ্বিতীয় পনেরই আগস্টের দুর্ভাগ্যের বজ্রপাত না বর্ষিত হয়।


সর্বশেষ সংবাদ