ডেঙ্গুতে আক্রান্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

  © সংগৃহীত

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। এ তথ্য নিশ্চিত করেছে ইউএনআরসি দপ্তরের একটি সূত্র।

সূত্র জানায়, কয়েক দিন ধরে অসুস্থ ইউএনআরসির মিয়া সেপ্পো। তার জ্বর হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তার ডেঙ্গু হয়েছে। তিনি বর্তমানে কাজ করছেন না।

মিয়া সেপ্পোর ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, মিয়া সেপ্পো বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন। তার ডেঙ্গু হয়েছে। কতদিন লাগবে সুস্থ হতে এ রকম কোনো দিনক্ষণ চিকিৎসক জানাননি। চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন।


সর্বশেষ সংবাদ