সত্যিকারের সোনার বাংলা গড়তে মেধার চর্চা প্রয়োজন: প্রধানমন্ত্রী

  © ফাইল ফটো

সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে হলে, শিক্ষিত জাতির পাশাপাশি মেধার চর্চাও অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবনে সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৯ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের মেধাবীদের পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

এসময় নতুন প্রজন্মের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, শিক্ষার আলো থেকে যাতে কেউ বঞ্চিত না হয়; জাতিকে এগিয়ে নিতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। সরকার পরিকল্পিতভাবে শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে সরকার প্রধান জানান, প্রজন্মের পর প্রজন্ম যাতে স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সেভাবেই কাজ করছে সরকার৷

বেলা সাড়ে ১০টার কিছু পরে, গণভবনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ তৈরী করার উদ্দেশ্যেই ২০১৩ সাল থেকে এই আয়োজন করা হয়। তিনটি গ্রুপ ও চারটি বিষয়ে সারাদেশের মোট ১২ জনকে জাতীয় পর্যায়ে চূড়ান্ত মেধাবী হিসেবে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ