‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক হচ্ছে সরকারি চাকরিতে

  © ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। যা দ্রুতই কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আগামীকাল বুধবার আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তারাও যদি এই দোষে দোষী হন, মাদকাসক্ত হন, তাহলেও আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চাকরিতে ঢোকার সময় অবশ্যই ডোপ টেস্ট দিয়ে আসতে হবে।


সর্বশেষ সংবাদ