পেনশনভোগীরা ৬৫ বছরের পর ৫০ শতাংশ বেশি সুবিধা পাবেন

  © টিডিসি ফটো

চাকরি থেকে অবসরে যাওয়া পেনশনভোগীরা ৬৫ বছরের পর তাদের নিট প্রাপ্যের ৫০ শতাংশ বেশি সুবিধা পাবেন। অষ্টম বেতন কাঠামোর আলোকে এটি কার্যকর করেছে সরকার। সম্প্রতি এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাসিক পেনশনভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের বয়স ৬৫ বছরের যে তারিখে পূর্ণ হবে তার একদিন পর থেকেই উল্লিখিত সুবিধা পাবেন। তবে অষ্টম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের তারিখের (১-৭-২০১৫) আগে পেনশনভোগীর বয়স ৬৫ বছরের কম হলে সে ক্ষেত্রে ৪০ শতাংশ বেশি পেনশন পাবেন। তবে এটি কার্যকর হবে অষ্টম বেতন কাঠামো বাস্তবায়নের দিন থেকে।

আরও বলা হয়েছে, মাসিক নিট পেনশনভোগী ও আজীবন পারিবারিক পেনশন সুবিধাভোগীরা ৬৫ বছরের পরের দিন থেকে চিকিৎসা ভাতা পাবেন দুই হাজার ৫০০ টাকা করে। কোনো পেনশনভোগীর ১ জুলাইয়ে নিট পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাওয়ার পর একই বছরে তার ৬৫ বছরের বেশি হলে সে ক্ষেত্রে একই বছর অবশিষ্ট ১০ শতাংশ পেনশন বাড়বে। একইভাবে চিকিৎসা ভাতার বিষয়টিও কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।