যানজটে আটকে সন্ধ্যা, হঠাৎ ইফতার বিতরণে লোকটি (ভিডিও)

ইফতারের সময় ছুঁই ছুঁই। রাজধানী বাংলামোটরের যানজটে পড়ে মানুষ যেন চিড়ে- চ্যাপ্টা। হঠাৎই এক মধ্যবয়সী লোকের টিমসহ আগমন। একের পর লোকজনের কাছে যাচ্ছেন, আর হাতে থাকা ব্যাগভর্তি ঝুলি থেকে একটি করে ইফতারের প্যাকেট বিতরণ করছেন। পবিত্র মাসে এমন মহৎ কাজে মুগ্ধ সবাই। যাদের সবাই ভালোবাসার সঙ্গে আতিথেয়তা নেন, গ্রহণ করেন ইফতার ও পানি।

গত তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে নির্যাস সাহা অর্ঘকে ভিডিও ধারণকারী হিসেবে উল্লেখ করা হয়।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আজ বাংলামোটরের জ্যামে বসে থাকা অবস্থায় যে রোজাদার মানুষজন ইফতার করার সময়টুকু পায়নি; এই ভদ্র লোকটির নাম আনোয়ারুল হক সাবু, হাতিরপুলে উনার টাইলসের দোকান আছে। তিনি সে সকল মানুষদের কাছে গিয়ে এই ইফতারের প্যাকেটটির সাথে এক বোতল পানি দিয়ে যথারীতি তাদের ইফতার করার সে সুযোগটি করে দিলেন। মানুষের প্রতি যে ভালবাসা এবং সেই আবেগটুকু কোনো লাভ-ক্ষতির দিকে না তাকিয়েই আজও জাগ্রত রয়েছে। একেই বলে সৃষ্টিকর্তার প্রিয় বান্দা।’

ভিডিও দেখে পলাশ ঢালী নামে একজন জানান, ‘উনি রোযাদার ব্যক্তিদের ইফতারি করাচ্ছেন- এটা দেখে খুব ভালো লাগলো। কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগলো এটা দেখে যে, যারা রোজা রাখেনি তারা বলছেন- ভাই আমি রোজা রাখিনি, আমার লাগবে না। আসলেই রমজান সংযম ও রহমতের মাস।’

আনোয়ার পাশা নামে একজন জানান, ‌এদের মত ভালো মানুষ আছে বলে দেশটা এখনো বাস করার উপযুক্ত আছে। তা নাহলে এত খুন/ধর্ষন/লুটপাটের পর বাস যোগ্য থাকতো না!

আশফাক হোসেন খানের বক্তব্য, ‌অনেক ভাল একটা কাজ করছেন। আল্লাহ উনাকে এমন অনেক মহৎ কাজ করার সুযোগ দিন। মামুন লিখেছেন, ‘অসাধারণ! আর কিছু বলার নাই। সমাজের উচ্চ বিত্তশালীদের দেখিয়ে দিলো সামান্য সহানুভূতি যথেষ্ট।’


সর্বশেষ সংবাদ