মালিবাগে ককটেল বিস্ফোরণ, নারী পুলিশসহ আহত ৩

  © সংগৃহীত

পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের ককটেল হামলায় দায়িত্বরত এক নারী পুলিশ সদস্যসহ অন্তত তিনজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার রাত পৌনে ৯ টার দিকে রাজধানীর মালিবাগ মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

আহত ওই নারী পুলিশের নাম (এএসআই) রাশেদা খাতুন। ওই নারী পুলিশ ছাড়াও দুই রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, আগুনের সংবাদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত নারী পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুনসহ দুই রিকশাচালককে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের গাড়িচালক কনস্টেবল শফিক জানান, ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা কি যেন ছুঁড়ে মারে। এতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এ সময় আশপাশের দালানের গ্লাসও ভেঙ্গে গেছে বলে জানান ওই কনস্টেবল।


সর্বশেষ সংবাদ