ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী শুরু হচ্ছে আজ

  © টিডিসি ফটো

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত দরিরামপুর নজরুল একাডেমী স্কুল প্রাঙ্গণে আজ শনিবার থেকে শুরু হচ্ছে নজরুল জন্ম জয়ন্তী।

আজ থেকে ২৭ মে পর্যন্ত চলবে এ আয়োজন। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিশালে বইছে উৎসবের আমেজ। নজরুল বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আজ বিকাল তিনটায় নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশালের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, বিশ্বভারতী বিশ্বববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি পৌত্রী খিলখিল কাজী, স্মারক বক্তা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্ববজিৎ ঘোষ এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাপপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমদিনের অনুষ্ঠানমালা শেষ হবে।

এছাড়াও দ্বিতীয় দিনে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেক, ময়মনসিংহ-১১আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্মারক বক্তা একুশে পদক প্রাপ্ত বিশিষ্ঠ কবি মুহম্মদ নূরুল হুদা এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা শেষ হবে।

নজরুল জন্ম জয়ন্তীর শেষ দিনে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায় যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ। সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৬আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফকরুল ইমাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক এ.এফ.এম হায়াতুল্লাহ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে সমাপনী দিনের অনুষ্ঠানমালা শেষ হবে।

উপজেলার দরিরামপুর এলাকায় অবস্থিত নজরুল মঞ্চে চলবে তিনদিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও মঞ্চের সামনে কবির অধ্যয়ন করা বিদ্যাপিঠ নজরুল একাডেমি মাঠে আসবাবপত্র ও পন্য সামগ্রীর বিশাল মেলা।


সর্বশেষ সংবাদ