কেরানীগঞ্জ চরাঞ্চলে হচ্ছে অত্যাধুনিক ‘পড়াপাড়া স্কুল’ (ভিডিও)

পড়াপাড়া স্কুল
পড়াপাড়া স্কুল  © টিডিসি ফটো

ঢাকা ৩ আসন কেরানীগঞ্জের বাক্তার চরে নির্মিত হতে যাচ্ছে আধুনিক বিভিন্ন সুবিধা সংবলিত বিদ্যালয়। প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে, পড়াপাড়া স্কুল।

ওই আসনের এমপি নসরুল হামিদের তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানটি নির্মিত হতে যাচ্ছে বলে জানা গেছে।

স্কুলের বর্ণনা দিয়ে এমপি নসরুল হামিদ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আমাদের স্কুলগুলোতে যেভাবে শিক্ষা দেয়া হয় তা মোটামুটি আনন্দহীন। বাচ্চাদেরকে জোর করে গিলে খাওয়ানোর মত। স্কুলে পর্যাপ্ত আসন নেই, খেলার মাঠ নেই। এছাড়া নেই কোন বিনোদন। একারণে অধিকাংশ বাচ্চার সুষ্ঠু মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়।

শ্রেণীকক্ষ

 

গ্রন্থাগার

 

খেলার মাঠ

এমপি জানান, কেরানীগঞ্জে সনাতন পদ্ধতির পরিবর্তন চাই। ভিন্ন ধরনের একটা স্কুলের উদ্যোগ নিয়েছি। প্রতিষ্ঠানটির নাম ‘পড়াপাড়া স্কুল’। কেরানীগঞ্জের বক্তার চরে নির্মাণ হবে এ স্কুল। আমাদের বাচ্চাদের শিক্ষা যেন আনন্দের সাথে হয় তা নিশ্চিত করাই হবে এই স্কুলের প্রধান কাজ।

প্রসঙ্গত শিক্ষা, শৃঙ্খলা ও চর্চার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করবে। স্কুল ছাত্র যেন খেলার মাঠে খেলতে পারে, শরীর চর্চা করতে পারে তার সব ব্যবস্থা থাকবে এখানে। এছাড়া, সুন্দর ক্লাসরুম, হোস্টেল সুবিধাসহ প্রস্তাবিত এই স্কুলে সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকবে এ প্রতিষ্ঠানে।


সর্বশেষ সংবাদ