বোমা বিস্ফোরণে সেনা সদস্য নিহত

  © সংগৃহীত

বান্দরবানে বোমা বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর উপজেলার আমতলী নামক স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের হেলিকপ্টারে ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৯)। তার বাড়ি বান্দরবানের লামা উপজেলায় বলে জানা গেছে।

আহতদের মধ্যে সৈনিক হাসান, তারেকুল, আসাদ, নিপুন চাকমা, রাজু, মোস্তাফিজ ও আরিফের নাম জানা গেছে। অন্যদের নাম জানা সম্ভব হয়নি। তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। জানা গেছে, হতাহতরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আগামীকাল শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

হতাহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনা পর ওই এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ