স্মার্ট কর্মসংস্থান নিশ্চিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী পলক

ভোলার লালমোহনে স্মার্ট কর্মসংস্থান মেলায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
ভোলার লালমোহনে স্মার্ট কর্মসংস্থান মেলায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  © টিডিসি ফটো

‘স্মার্ট কর্মসংস্থান নিশ্চিতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারলে দেশের কেউ বেকার থাকবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হলে দেশের প্রত্যেক নাগরিক দ্রুত সব সেবা পাবেন।’

শনিবার (১০ জুন) ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সেবা নিতে মানুষকে এখন আর সরকারি দফতরে যেতে হয় না। সরকারি দফতরগুলো সবার বাড়িতে পৌঁছে গেছে। দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের আওতায় এসেছে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের প্রতি আস্থা রেখে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের পরিচালক (উপ-সচিব) মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) এমরান মাহমুদ ডালিমসহ প্রমুখ।