ছাত্রীদের উত্যক্ত করে পদ হারালেন সেই ছাত্রলীগ নেতা

অভিযুক্ত ছাত্রলীগ নেতা
অভিযুক্ত ছাত্রলীগ নেতা  © সংগৃহীত

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রোববার (২ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকায় ছাত্রলীগের যশোর এমএম কলেজ শাখার প্রচার সম্পাদক নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশও করা হয়েছে।

এর আগে শেখ হাসিনা হলের ছাত্রীরা নূর ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ লিখিত আকারে অধ্যক্ষ বরাবর জমা দেন। অভিযোগগুলোর মধ্যে ছিল- বহিরাগত ও অছাত্রদের দিয়ে হলের মেয়েদের নানাভাবে ইভটিজিং; গভীর রাতের হলের ছাত্রীদের নাম ধরে ডাকা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা; হলের প্রধান ফটকের সামনে রাতের বেলায় এসে দাঁড়িয়ে থাকা ইত্যাদি।

এছাড়া গত ২১ জানুয়ারিনেতা নূর ইসলামের নেতৃত্বে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়। পরে পুলিশের সহায়তায় ওই ছাত্রী রক্ষা পান। এসব অভিযোগের ভিত্তিতে তাকে অপসারণ করেছে জেলা ছাত্রলীগ।


সর্বশেষ সংবাদ