‘চাটগাঁইয়া নওজোয়ান আরা হিন্দু-মুসলমান’— গান গাইলেন প্রধানমন্ত্রী

  © সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক গান ‘চাটগাঁইয়া নওজোয়ান আরা হিন্দু-মুসলমান’-এর প্রথম কলি গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু গাইলেনই না, তা শোনার বায়নাও ধরলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বায়নার কারণে গানের বাকি অংশ উপস্থিত সবাই মিলে আবার গাইলেন।

গতকাল রবিবার (২৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে এমন আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টার সম্প্রচারের কার্যক্রম অনুষ্ঠানে এক আনন্দঘন ঘটনা ঘটল। এদিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টার সম্প্রচারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে হালদা নদীর পাড়ে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব প্রকল্প উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম প্রান্তের অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম, বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশিদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় শোধনাগারটি নির্মিত হয়েছে। এই শোধনাগারে প্রতিদিন ৯ কোটি লিটার পানি পরিশুদ্ধ হচ্ছে।


সর্বশেষ সংবাদ