এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি, ফের সিএমএইচে সুবীর নন্দী

সঙ্গীতশিল্পী সুবীর নন্দী
সঙ্গীতশিল্পী সুবীর নন্দী  © সংগৃহীত

সোমবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল একুশে সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে। সকল প্রস্তুতি নিয়ে রাত ১১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এ শিল্পীকে নিয়ে উড়ালও দিয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স। কিন্তু রাত ১২টা নাগাদ জানা যায় অ্যাম্বুলেন্সে আকাশে উড়তেই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বাধ্য হয়ে আবার সিএমইএচে নেয়া হয় সুবীরকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা চলবে একুশে পদকজয়ী সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর। তাই রাত ১১টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স শিল্পীকে নিয়ে রওনা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাতে ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করে আবার সিএমইচে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটির ত্রুটি সারানোর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে সোমবার বিকেলে সিঙ্গাপুর থেকে অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও সেটি পৌঁছায় রাত ৮টার পর। সুবীর নন্দীকে নিয়ে যেতে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক ও একজন নার্সও এসেছেন।

এর আগে ডা. সামন্ত লাল সেন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা অবহিত করেন। সে সময় সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ওই হাসপাতালে যোগাযোগ করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। সুবীর নন্দীর সঙ্গে যাবেন তার মেয়ে ফাল্গুনি নন্দী।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন সুবীর নন্দী। গত ১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা।

এ সময় ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তৃপ্তি করের সহযোগিতা ও তত্ত্বাবধানে শিল্পীকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সিএমএইচে চিকিৎসাধীন সুবীর নন্দীর দেখাশোনায় সার্বক্ষণিক পাশে ছিলেন তার আত্মীয় সংগীতশিল্পী তৃপ্তি কর।