চিরতরে চলে গেলেন অমর পাল

অমর পাল
অমর পাল  © সংগৃহীত

প্রখ্যাত লোকসংগীত শিল্পী অমর পাল পৃথিবী থেকে চিরতরে চলে গিয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। এরই মধ্যে স্ত্রী পুতুল রাণী প্রয়াত হয়েছেন। রেখে গেছেন পাঁচ ছেলেকে।

বাংলায় লোকসংগীতে অবদান রাখায় জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী তার দীর্ঘ সঙ্গীতময় জীবনে একাধিক পুরস্কারে সম্মানীত হয়েছেন। তাকে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কারও। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো স্বনামধন্য মানুষদের সঙ্গে। গান করার পাশাপাশি বহু বাংলা ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

১৯২২ সালে অবিভক্ত বাংলার ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন অমর পাল। ছোট থেকেই মা দুর্গাসুন্দরী পালের কাছ থেকে নিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। ভারতের স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সালে তিনি চলে যান কলকাতায়। ১৯৫১ সালে তার প্রথম গান সম্প্রচারিত হয় আকাশবাণীতে।


সর্বশেষ সংবাদ