বুধবার থেকে ঢাবিতে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

ফাইল ছবি
ফাইল ছবি

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দু'দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আবু সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

উদ্বোধনী ও প্রথম দিনে অংশগ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স বিভাগ ও কলা অনুষদ সাংস্কৃতিক দল।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার পরিবেশিত হবে মান্নান হীরার রচনায় মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ 'লালজমীন'।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সর্বশেষ সংবাদ