নিপীড়িত মুসলিমদের পাশে আছে তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন  © ফাইল ফটো

নিপীড়িত মুসলিমদের পাশে আছে বলে জানিয়েছেন ভারতে নির্বাসিত বাংলাদেশী বিতর্কিত লেখিতা তসলিমা নাসরিন। শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় সামাজিকমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় এ কথা জানান তিনি।

টুইটারে তসলিমা লেখেন, আমি ইসলাম ধর্মের বিপক্ষে, কারণ এর নারী-বিদ্বেষ ও পুরুষশাসিত সমাজের পক্ষে অবস্থান নেয়ার জন্য। ‘‌‌তবে আমি নিষ্পাপ মুসলিমদের বিরোধী নই। আমি নিপীড়িত মুসলিমদের পাশে আছি। ঠিক যেমন আমি নিপীড়িত হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানদের পাশে আছি।’

তসলিমা শনিবার টুইটার অ্যাকাউন্টে আরেকটি মন্তব্য করে লেখেন, ‘আজ সোমালিয়ায় একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৬৫ নিষ্পাপ মানুষের মৃত্যু হয়েছে। এতে তার কী অর্জিত হলো? এতে শুধু অর্জিত হয়েছে মৃত্যু। এতে কি সত্যিই ইসলামের কোনো লাভ হয়েছে? না, হলো না। আর কত দিন মুসলিমরা এভাবে নিজেদের বোকামি সামনে নিয়ে আসবে?’

উল্লেখ্য, মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমের ব্যস্ত এলাকার একটি মোড়ে বোমা বিস্ফোরণে অন্তত ১০০জন নিহত হয়। নিহতের মধ্যে ১৭ পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।


সর্বশেষ সংবাদ