অত্যাচার যেখান থেকে শুরু, সেখানেই থামিয়ে দিন

মোহাম্মদ তারেক রহমান
মোহাম্মদ তারেক রহমান  © টিডিসি ফটো

ভাল বক্তা না আমি, তবে দু চারটা যা বলি উপলব্ধির তলানী থেকেই বলার চেষ্টা করি। তিতুমীর কলেজের সহযোদ্ধাদের আজ বললাম, ‘ভালো মানুষগুলোর মাঝে যদি একবার বন্ধুত্ব গড়া যায়, কোন অপরাধীই তাদের সাথে পেরে উঠবে না।

এই যে এত সব সামাজিক অনাচার, স্বৈরাচারী শাসন ব্যবস্থা দেখছেন, বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ দেখছেন। কেন এমন হচ্ছে..? শুধুই ভালো মানুষগুলোর মাঝে বন্ধুত্ব নাই বলে!

আরো বললাম, আপনারা যারা নিজেদের ভাল মানুষ মনে করেন, তারা ভাল মানুষগুলোকে খুঁজে নিন। বন্ধু হয়ে যান, সখ্যতা গড়ুন, বিপদে আপদে পাশে থাকুন, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। হাতে হাত মুঠোবন্দী করে অত্যাচারীকে বলুন কি সমস্যা তোমার, ওখানেই থামো আর অত্যাচার বন্ধ করো- না হলে এখান থেকেই তোমার বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে।

লেখক: যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ


সর্বশেষ সংবাদ