রিক্সা চালক বাবাকে স্যালুট

  © সংগৃহীত

ছেলেটি রাজশাহী কলেজের গণিত বিভাগের সম্মান ৩য় বর্ষের ছাত্র। বাড়ি নঁওগা জেলার মান্দা থানার একটি গ্রামে। ছেলেটি তার বাবাসহ আমার কক্ষে আসে। আমি ক্লাসে থাকায় আমাকে না পেয়ে ভীষণভাবে চিন্তিত অবস্হায় সারা কলেজ খুঁজে বেড়াচ্ছে।

একটি ক্লাস শেষে অন্য একটি ক্লাসে যাবার প্রস্তুতি নিতেই দেখা হয় তাদের সাথে। ছেলেটির বাবা তার সন্তানের জন্যেই রাজশাহীতে রিক্সা চালিয়ে পড়ার কিছু খরচ দেয়াসহ সংসার চালান। বছর তিনেক আগে ভর্তির সময় ছেলেটির জন্য সিংহভাগ টাকা কলেজ হতে দেয়া হয়। এছাড়াও প্রতি মাসে কলেজ হতে একটি নির্দিষ্ট অর্থ তাকে দেয়া হয়।

আজ তার ছেলের ফরম পূরণ বাবদ প্রায় ৬ হাজার টাকা কোনোক্রমেই যোগাড় করতে না পারায় বাবা তার ছেলের পড়াশোনার জন্য স্বয়ং হাজির। এক রিক্সাচালক তার ছেলের পড়ালেখার জন্য এত আগ্রহী ও উদ্বিগ্ন তা দেখে মানুষটিকে সম্মান জানাতে একটুকু দেরি না করে সম্পূর্ণ টাকা তাৎক্ষণিকভাবে দিয়ে ক্লাসে ফিরে যাই।

আমি ভাবি, যাদের অগাধ অর্থ তারা সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটু ভাবলেই হয়তো সমাজ তথা দেশের চেহারা পাল্টে যেত।

অধ্যক্ষ, রাজশাহী কলেজ


সর্বশেষ সংবাদ