মেডিকেল ভর্তিতে তৃতীয় সুইটি সাদেক

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার জাতীয় পর্যায়ের মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন সুইটি সাদেক। ঢাকার বেসরকারি কলেজ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৮৫ দশমিক ৫০। গতবছর এই পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন সজিব চন্দ্র রায়। 

এ বছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন রাগীব নুর। রংপুর ক্যাডেট কলেজের ছাত্র রাগীব। তার নাম্বার ৯০ দশমিক ৫০। সারাদেশে প্রথম স্থান অধিকার করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাগীব নুর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা; তার ইচ্ছা এবং ভাগ্যে লেখা ছাড়া আমার এই অবস্থান সম্ভব হত না। সেই সঙ্গে মা-বাবার প্রতিও আমার কৃতজ্ঞতা।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪৯ হাজার ৪১৩ জন পাস করে। পাসকৃতদের হার অনুযায়ী ছাত্র ৪৬ দশমিক ৩১ শতাংশ ও ছাত্রী ৫৩ দশমিক ৬৯ শতাংশ।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে সরকারিতে নেয়া হবে ৪ হাজার ৬৮ জন আর বেসরকারিতে নেয়া হবে ৬ হাজার ৩৩৯ জন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার পর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের দ্বিতীয় তলায় ফল প্রকাশ করা হয়। তবে রাত ৮টার পর অনলাইনে প্রকাশিত হয় ফলাফল।