ময়মনসিংহ মেডিকেলে ছাত্রীকে শ্লীলতাহানি, টানা আন্দোলনে শিক্ষার্থীরা

ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জড়িত ব্যক্তির গ্রেফতার ও শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে ক্লাস বর্জন করে কলেজের একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ তৈরিতে কলেজ কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে অভিযোগ করেন তারা। যৌন হয়রানির ঘটনায় জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি, কলেজের ভেতরে সব বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বেলা ১১টার দিকে তাদের দাবিগুলো কলেজের অধ্যক্ষের কাছে তুলে ধরেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও কার্যকর কোন ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। এদিকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়া কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজ ক্যাম্পাসের ভেতরে বুধবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইফতার কিনে ফেরার পথে এক নারী শিক্ষার্থীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় এক বখাটে রিকশাচালক। এরপর মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে আসার আগে ওই রিকশাচালক চম্পট দেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। বৃহস্পতিবার সকাল থেকে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে।

এর আগে শিক্ষার্থীদের প্রতিনিধি দল নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভায় বসে কলেজ প্রশাসন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন জানান, জরুরী ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ