হোস্টেলের সামনেই মেডিকেল ছাত্রীকে যৌন হয়রানি, বিক্ষোভ

শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন
শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন  © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ক্যাম্পাসের ভিতরে হোস্টেলের সামনে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার সন্ধ্যায় নিরাপত্তা প্রহরীদের অবহেলায় বহিরাগতের দ্বারা ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দিনভর বিক্ষোভ করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতকে গ্রেফতারের পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা আরো জোরদারের দাবি জানান তারা।

তবে কলেজ অধ্যক্ষ বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় সব ধরনের সব ধরণের ব্যবস্থা গ্রহণ কর হবে। আর যৌন হয়রানির ঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

এদিকে দায়িত্বে অবহেলার দায়ে ছাত্রী হোস্টেলের দুই নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত  করেছে কলেজ প্রশাসন।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে ছাত্রী হোস্টেলের দুই নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া, যৌন হয়রানির ঘটনায় জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ