৩০ জুন ২০২০, ০৮:৫৯

শতভাগ ফেল করা ৪৮ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা

লগো

চলতি বছরের মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৯ হাজার ১০০ প্রতিষ্ঠান অংশ নিয়ে একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠান ৪৮টি। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল একজন করে। অর্থাৎ একজন পরীক্ষার্থী অংশ নিলেও সে ফেল করেছে। পাস করতে না পারা দেশের এমন ৪৮টি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

এসব প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতি, পাঠদান অনুমতি এবং প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তির অ্যাডুকেশন ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন (ইআইআইএন) নম্বর কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে সম্প্রতি নোটিশ করা হয়েছে।

সোমবার জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের কাছে গত ১৫ জুন নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, পত্র পাওয়ার ২১ দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই নোটিশের জবাব দিতে হবে।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সন্তোষজনক জবাব পাওয়া না গেলে এসব প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতি, পাঠদান অনুমতি স্থগিত বা বাতিল করা হতে পারে।

প্রতিষ্ঠানের তালিকা দেখুন এই লিংকে-

http://bmeb.ebmeb.gov.bd/data/20200616214932120427.pdf